আলোচিত জুলহাস-তনয় হত্যার রায় আজ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১, ০৯:১০ এএম
আলোচিত জুলহাস-তনয় হত্যার রায় আজ

রাজধানীর কলাবাগানের আলোচিত জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয়ের হত্যা মামলার রায় দেওয়া হবে আজ।

মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এই মামলার চূড়ান্ত রায় দেবেন। জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয় নাট্যকর্মী ছিলেন।

২০১৬ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় কলাবাগানের বাসায় ঢুকে জুলহাস মান্নান ও তনয়কে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ সময় বাড়ির নিরাপত্তাকর্মী পারভেজ মোল্লাকেও কুপিয়ে আহত করা হয়। হত্যার পর পালানোর সময় রাস্তায় এক হামলাকারীকে জাপটে ধরেন পুলিশের সহকারী উপপরিদর্শক মমতাজউদ্দিন। তাকেও কুপিয়ে পালিয়ে যায় ওই সন্ত্রাসী।

ওই ঘটনায় কলাবাগান থানায় জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান ইমন হত্যা মামলা এবং সংশ্লিষ্ট থানার এসআই মোহাম্মদ শামীম অস্ত্র আইনে আরেকটি মামলা করেন।

২০১৯ সালের ১২ মে ৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মুহম্মদ মনিরুল ইসলাম। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আদালত ৩১ আগস্ট রায় ঘোষণার চূড়ান্ত তারিখ ঠিক করেন।

আসামিরা হলেন সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়া (চাকরিচ্যুত মেজর), আকরাম হোসেন, সাব্বিরুল হক চৌধুরী, জুনাইদ আহমদ ওরফে মওলানা জুনায়েদ আহম্মেদ ওরফে জুনায়েদ, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, আরাফাত রহমান, শেখ আব্দুল্লাহ ও আসাদুল্লাহ। এদের মধ্যে প্রথম ৪ জন পলাতক। শেষের ৪ জন কারাগারে আছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জাকির আহাম্মদ বলেন, “২৪ জন সাক্ষী এবং আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। সব মিলিয়ে ৮ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। এরা সবাই এই ঘটনার সঙ্গে জড়িত। সর্বোচ্চ শাস্তির জন্য আবেদন করেছি।”

এদিকে আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, “অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তি দেওয়ার মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাদের বেকসুর খালাস বাদী করেছি।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!